পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারের জন্য পর্যাপ্ত ফেরি থাকলেও পদ্মায় ঘাট বিলীন হয়ে যাওয়ায় ভিড়তে পারছে না ফেরিগুলো। সেজন্য ঘাটে ঘেঁষে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে ফেরিগুলোকে।
নদীতে প্রবল স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে তিনটি বিলীন হয়ে গেছে। বাকি ঘাটটিতে পন্টুনের এক পকেট দিয়ে কে-টাইপের (ছোট) ফেরি দিয়ে ছোট আকারের যানবাহন পারাপার করা হচ্ছে। তাও আবার কয়েকঘণ্টা পরপর।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, নদীতে প্রবল স্রোতের কারণে দৌলতদিয়ায় চারটি ঘাটের তিনটি নদীতে ভেঙে গেছে। ঘাটে পন্টুন স্থাপন করার কয়েক মুহূর্ত পর আবার তা ভেঙে যাচ্ছে। তাই বাধ্য হয়ে রো রো (বড়) ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘাট পুনরায় স্থাপন করার জন্য আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুত এ সঙ্কটের সমাধান হবে।
ঘাটে পার হতে আসা সুমন নামের এক যাত্রী জানান, ঘাটে এসে দেখি ফেরির অভাব নেই। কিন্তু তা চলাচল করতে পারছে না। তাই বাধ্য হয়ে লঞ্চে যাচ্ছি।