‘চিকিৎসার জন্য কথায় কথায় বিদেশ যাওয়া উচিত না’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সবাই দেশি পণ্য ব্যবহার করুন, দেশি পণ্য ব্যবহারের দিকে নজর দিন।
দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে।
কথায় কথায় চিকিৎসার জন্য বিদেশে ছুটে যাওয়া উচিত না।
বুধবার (৩০ মে) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য টাকার মূল্যমান পুননির্ধারণ করা হচ্ছে। এটা একটি চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, দেশি পণ্য ব্যবহারের দিকে নজর দিতে হবে।
দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে কথায় কথায় চিকিৎসার জন্য বিদেশে ছুটে যাওয়াকেও নিরুৎসাহিত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চলমান করোনা মহামারির ধাক্কা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ায় আমদানিভিত্তিক মূল্যস্ফীতির কারণে দেশের বর্তমান মূল্যস্ফীতির যে উর্ধ্বগতি, তা নিয়ন্ত্রণে রাখাকে প্রাধান্য দিয়েই এবার বাজেট প্রণয়ন করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.