বর্তমানে যেসব কারণে লোডশেডিং হচ্ছে, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে সেসব থাকবে না। এছাড়া ঈদের পরে লোডশেডিং সহনীয় হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, বর্তমানে যেটা হচ্ছে সাময়িক। এটা বেশি সময় থাকবে না।
বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে বিদ্যুৎ সচিব বলেন, বর্তমানে এর জেনারেশন ক্যাপাসিটি ৭০০ মেগাওয়াট। এছাড়া জামালপুরে যমুনা নদীর পাড়ে নির্মাণ করা হবে দেশের সবচেয়ে বড় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র। এর কাজ শুরু হয়েছে। ফেনী নদীর মোহনায় সোনাগাজীর বিস্তীর্ণ চরাঞ্চলে সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। এখান থেকেও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।