সাভারে ঘরমুখো মানুষের ঢল, গণপরিবহন সংকটেও ২৩ কিমি যানজট

শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করায় পোশাকশ্রমিকদের বড় একটি অংশই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেডসহ শাখা সড়কে প্রায় ২৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। পাশাপাশি গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

বৃহস্পতিবার ঢাকার সাভারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেডসহ শাখা সড়ক ঘুরে এমন চিত্রই দেখা যায়।

ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে আশুলিয়ার কারখানাগুলো।
তাই দুপুরের পর থেকে বাসস্ট্যান্ডগুলো ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। কেউ আগে থেকেই কেটে রেখেছিল বাসের অগ্রিম টিকিট।
কেউবা চলতি গাড়িতেও নানা ঝক্কি-ঝামেলা ঠেলে ওঠে যাচ্ছেন।
তবে, যাত্রীর তুলনায় অপ্রতুল ছিল গণপরিবহন।
তাই অনেকেই ট্রাক ও পণ্যবাহী গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.