এবার আকাশপথে ভ্রমনের খরচ বাড়ছে

বিশ্বে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আকাশপথে ভ্রমনের খরচ বাড়বে বলে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।
সংস্থাটির মহাপরিচালক বলেছেন, কভিড-১৯ মহামারী থেকে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের আগেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়।
যার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

সংস্থাটির মহাপরিচালক উইলি ওয়ালশ সতর্ক করে বলেছেন, বিশ্বে উড়োজাহাজের ভাড়া আরো ব্যয়বহুল হবে। এ পথে টিকিটের দাম নিঃসন্দেহে বাড়বে। আর এসব বাড়তি খরচের অর্থ গ্রাহকদের কাছ থেকে নেয়া হবে।

 

ওয়ালশ বিবিসি সানডে মর্নিং প্রোগ্রামে বলেছেন, ছুটির দিনে ফ্লাইটের খরচ বাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শিগগিরই এ দৃশ্য স্পষ্ট হবে। বলেন, কভিড-১৯ মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণেই এ দাম বাড়বে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.