ক্র্যাশ-ল্যান্ডিংয়ের পর উল্টে গেল যাত্রীবাহী বিমান

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমান ক্র্যাস-ল্যান্ডিংয়ের পর উলটে গেছে। এ সময় বিমানটিতে আগুন ধরে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ৩০ জনের বেশি যাত্রী এবং ক্রু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোগাদিসু বিমানবন্দরের কাছ থেকে ধারণ করা এই ঘটনার একটি নাটকীয় ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান বিধ্বস্তের স্থান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। পরে বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেন এবং ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানটিকে উলটে থাকতে দেখা যায়।
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত বিমানটি জুব্বা এয়ারওয়েজের এবং এটি বাইদোয়া শহর থেকে রাজধানী মোগাদিসুতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্র্যাস-ল্যান্ডিংয়ের পর উলটে যাওয়া বিমানের সব আরোহী এবং ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটির বিধ্বস্তের কারণ এখনও পরিষ্কার নয়।

নিউজজি/এসজেড/নাসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.