কাস্টমস কমিশনার পদে রদবদল

coustom houseফেব্রুয়ারি ২৬, ২০১৫ : কাস্টমস কমিশনার পদে রদবদল করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। ছয় জন কমিশনারের দফতর প্রাথমিকভাবে রদবদল করা হলেও বাকি কমিশনারদের শিগগিরই বদলি করা হবে বলে জানা গেছে।

২৬ ফেব্রুয়ারি আইআরডির অধিশাখা-৩ (শুল্ক) থেকে উপ-সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত বদলির আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ঢাকা উত্তর কমিশনারেটের কমিশনার লুৎফর রহমানকে ঢাকা কাস্টমস হাউজে, ঢাকা কাস্টমসের কমিশনার হোসেন আহমেদকে চট্টগ্রাম কাস্টমস হাউজে বদলি করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ কমিশনারেটের কমিশনার শাহনাজ পারভীনকে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাটে বদলি করা হয়েছে।

বেনাপোল কাস্টমসের কমিশনার মাহবুবুজ্জামনকে জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী ভ্যাটের কমিশনার এ এফ এম আব্দুল্লাহকে বেনাপোল কাস্টমসের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাসুদ সাদিককে চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে ঢাকা উত্তর কমিশনারেটে বদলি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.