দেশে কিংবা বিদেশে শাহরুখ খানের (Shah Rukh Khan) জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখেনা। আর তাই শাহরুখ খানকে যখন লন্ডনের রাস্তায় হঠাৎই দেখে রীতিমত চমকে উঠেছে সাধারণ মানুষ। প্রসঙ্গত জানা যাচ্ছে, লন্ডনে চলছে রাজকুমার হিরানীর ‘ডাঙ্কি’ ছবির শুটিং। আর সেখানেই শাহরুখ খানকে ছবির চরিত্রে একদমই সাধারণভাবে দেখা গিয়েছে। শাহরুখের ‘পাঠান’ ছবির শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’র শুটিং। রবিবার লন্ডনের ওয়াটারলু ব্রিজে এই ছবির শুটিং শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই হঠাৎ করে বিদেশের মাটিতে সাধারণ অবস্থায় শাহরুখকে দেখে ভিড় জমতে থাকে। শোনা যাচ্ছে, অভিবাসন নিয়েই এই ছবি হতে চলেছে। যেখানে এক পাঞ্জাবী ছেলের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। ২০২৩ এর ২২ শে ডিসেম্বর এই ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে দর্শকদের কৌতুহল কিন্তু ধীরে ধীরে বাড়ছে।