খারাপ আবহাওয়ার জের, অণ্ডালে জরুরি অবতরণ দিল্লি-দেওঘর ইন্ডিগো বিমান
গভীর নিম্নচাপ। আর খারাপ আবহাওয়ার জেরে দিল্লি-দেওঘর (Delhi-Deoghar) ইন্ডিগো বিমান (Indigo Airlines) তড়িঘড়ি অণ্ডাল বিমানবন্দরে (Andal Airport) অবতরণ (Emergency Indigo Landing) করল। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ১০৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি। অবতরণের পর জেলা প্রশাসনের নির্দেশে যাত্রীদের জল, চা, কফি সহ দেওয়া হয় অণ্ডাল বিমান বন্দর কর্তৃপক্ষ BAPL এর তরফে। ইন্ডিগো বিমানবন্দর (Indigo Airlines) কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ ইন্ডিগো বিমানটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাতে চার জন যাত্রী ফেরত যান। বাকি ৩৪ জন যাত্রী সড়ক পথে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেন এবং ৬৬ জন যাত্রী ক্যাব ও ব্যক্তিগত গাড়িতে রওনা দেন। তবে BAPL কর্তৃপক্ষের পরিষেবায় আপ্লুত যাত্রীরা।