মেলবোর্ন একখণ্ড বাংলাদেশ

Asif_friendsm_984186999ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সঙ্গে মিল আছে ঢাকার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের। কিন্তু মিরপুরের গ্যালারি কি মেলবোর্নে চলে এলো! এমনই তো মনে হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার খেলা দেখে। যেন গ্যালারির বেশিরভাগ দর্শকই বাংলাদেশের পক্ষে। এমনকি অস্ট্রেলিয়ানরাও!

 

 

 
cricket-2দর্শকদের হাতে লাল-সবুজ পতাকা। আর গায়ে বাংলাদেশের জার্সি। সেই সঙ্গে চারদিকে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনি-প্রতিধ্বনি। সব মিলিয়ে মেলবোর্ন একখণ্ড মিরপুর!

 

 

 

 
cricket-3শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখতে এমসিজিতে উপস্থিত হন হাজার হাজার প্রবাসী ও ভ্রমণে যাওয়া বাংলাদেশিরা। ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে দর্শকের বেশিরভাগই ছিল বাংলাদেশের। তবে লংকানদের সমর্থনে যে দর্শক কম ছিল তা নয়। কিন্তু গ্যালারিতে তাদের ছাপিয়ে গেছে বাংলাদেশি দর্শকরা।

 

 

 

 

ক্রিকেট ইতিহাসের ৩ হাজার ৬শ’ ১৫তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এ বিশ্বকাপ আসরের ১৮তম খেলায় এমসিজিতে প্রথম পদার্পণ হলো টাইগারদের। আর তা স্মরণীয় করে রাখলেন প্রবাসী বাংলাদেশি সমর্থকরা মেলবোর্নকে একখণ্ড মিরপুর বানিয়ে! এই বা কম কিসের।cri-4

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.