বিমানের একেবারে নীচে চলে আসল গাড়ি! একদম গাড়ি ছুঁয়ে দাঁড়াল ইন্ডিগোর বিমান

গো ফার্স্টের এক গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় একটি বিমানের সঙ্গে প্রায় সংঘর্ষ বেঁধে গিয়েছিল। বিমানের সামনের দিকে ধাক্কা দিতে দিতে কোনও ভাবে ব্রেক কষেন চালক।

নয়া দিল্লি : কাজের চাপ নিতে না পেরে বিপত্তি। গো ফার্স্টের এক গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় একটি বিমানের সঙ্গে প্রায় সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছিলেন। বিমানের সামনের দিকে ধাক্কা দিতে দিতে কোনও ভাবে ব্রেক কষেন চালক। জানা গিয়েছে, গাড়ি চালাতে চালাতে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। এই কারণেই এই বিপত্তি ঘটে। এই ঘটনাটি ঘটে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাসে। এদিকে যে বিমানের সামনে গাড়িটি চলে গিয়েছিল, সেটি ইন্ডিগোর ছিল। দিল্লি থেকে সেটি পটনার উদ্দেশে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এই ঘটনার সময়।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে চালক এই ঘটনা ঘটান, তাঁর উপর প্রচুর কাজের চাপ ছিল। সেই জন্যই তিনি গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছিলেন। যদিও ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আজ সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। এদিকে বিমানবন্দর কর্তপক্ষের তরফে নিশ্চিত করা হয় যে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। অপরদিকে গো ফার্স্টের তরফে এই ঘটনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.