বলিউডের অনেকেই মুখিয়ে থাকেন হলিউডের সিনেমায় কাজ করার জন্য। সে সুযোগ পেয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘বেওয়াচ’ সিনেমার কাজ শেষ করে এখন কাজ করছেন একটি জনপ্রিয় টেলিভিশন সিরিজে। কিন্তু জানা গেল, হলিউডের ছয়টি প্রজেক্ট নাকি ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা ইতিমধ্যেই একটি ফ্যাশন রিয়্যালিটি শো ‘রানওয়ে সিজন ১৫’ নামের একটি হলিউড প্রজেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি এখানে হেইডি ক্লুম ও জ্যাক পসন, নীনা গার্সিয়া ও ডিজাইনার টিম গুনকে বিচারকের আসনে দেখা যাবে। প্রজেক্ট রানওয়েতে থাকার কথা প্রিয়াঙ্কা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন টুইটারে।
এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ মার্কিন মুলুকের একটি জনপ্রিয় টিভি সিরিজ। বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রদেশে সম্প্রচারিত হচ্ছে। বর্তমানে চলছে এর দ্বিতীয় সিজনের শুটিং। কিন্তু এরপর যদি তৃতীয় সিজন আসে, সেটাতেও অভিনয় করবেন প্রিয়াঙ্কা। কারণ এভাবেই সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘কোয়ান্টিকো’ ও ‘প্রজেক্ট রানওয়ে’র কারণেই আর কোনও কাজ হাতে নিচ্ছেন না প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, আগামী বছর মার্চ পর্যন্ত তার কোনও শিডিউল ফাঁকা নেই। তাই শুধু বলিউড নয়, হলিউড প্রজেক্টও হাতে নেননি তিনি।