সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, সরকার গঠনের সময় বলেছি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। আমাদের চেষ্টা মানুষের কল্যাণে কাজ করা, দেশের উন্নয়নে কাজ করা।
রক্তদান কর্মসূচি বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগের মতো মহৎ আর কিছু হতে পারে না। এমনিভাবে জাতির পিতাও আমাদের রক্তের ঋণে আবদ্ধ করেছেন। লাখো শহীদ আমাদের রক্তের ঋণে আবদ্ধ করেছেন। আপনারাও রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান, মানুষের পাশে দাঁড়ান।
তিনি বলেন, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচবে। বয়স বেড়ে যাওয়ায় এখন আমি রক্ত দিতে পারি না। ক্ষমতা থাকলে এখনো আমি রক্ত দিতাম।
প্রধানমন্ত্রী বলেন, শুধু ক্ষমতা লাভের জন্য নয়, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতাবিরোধীরা ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু সব সময় জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। তার কারণে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। যে দুঃখী মানুষের জন্য আমার বাবা-মা জীবন দিয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি কাজ করে যাচ্ছি।