জিয়া-তামিমসহ ১৮ জঙ্গির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

tamim_and_zi_20946_1470121184_1সাম্প্রতিক জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহভাজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী এবং গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে নিহত ১৬ জঙ্গির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ব্যাপারে বুধবার দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশনা পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এই নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়েছে, নিজেদের শাখাগুলোতে আইন-কানুন সঠিকভাবে পরিপালন হচ্ছে কি না, তা যাচাই করবে বাণিজ্যিক ব্যাংকগুলো। আগামী অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

এ বিষয়ে বিএফআইইউ’র মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বলেন, যেসব জঙ্গির খবর সংবাদমাধ্যমে এসেছে, ব্যাংকগুলোকে সেইসব জঙ্গির সব হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জঙ্গিদের সংখ্যা ১৮ বা বেশিও হতে পারে। এছাড়া জঙ্গি অর্থায়ন বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এর আগেও সন্দেহভাজনদের ব্যাংক হিসাব বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২ আগস্ট জিয়াউল হক এবং তামিম চৌধুরীকে গুলশান ও শোলাকিয়ার হামলার ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত করে পুলিশ। একইসঙ্গে এ দু’জনের প্রত্যেকের বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.