বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকা সেনানিবাসের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ সনদপত্র বিতরণ করা হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
১৭ কর্মদিবস মেয়াদি এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচজন, বাংলাদেশ নৌবাহিনীর দুইজন, শ্রীলঙ্কা বিমান বাহিনীর দুইজন, তানজানিয়া বিমান বাহিনীর দুইজন ও পাকিস্তান বিমান বাহিনীর একজন কর্মকর্তাসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহনূর তালুকদার মুন্না কোর্সে প্রথমস্থান অধিকার করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তা এবং পাকিস্তান হাইকমিশনের আমন্ত্রিত পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।