ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেনকে যুক্তরাষ্ট্রের ব্যারী ইউনিভার্সিটি ডিসটিংগুইসড এলামনাই অ্যাওয়ার্ডস্ (Distinguished Alumni Awards) দিয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি (২০১৫) ফ্লোরিডার মায়ামিতে ব্যারী ইউনিভার্সিটি মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
সায়মা ওয়াজেদকে একজন মনোবিজ্ঞানী এবং শিশুদের অটিজম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্রবক্তা হিসেবে উল্লেখ করা হয় সম্মাননায়।
সায়মা ওয়াজেদ ব্যারী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির উপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির উপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন।
ব্যারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপর গবেষণা করেন। এ বিষয়ে তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়।
২০০৮ সাল থেকে সায়মা ওয়াজেদ শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন। প্রথমে তিনি বাংলাদেশে কাজ করেন এবং পরবর্তীতে জাতিসংঘ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করেন।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে জনস্বাস্থ্য বিষয়ে ‘হু এক্সিলেন্স (WHO Excellence Awards) এওয়ার্ডে ভূষিত করে। আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য সেবায় তার অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫