কলকাতায় অপু বিশ্বাসের প্রথম সিনেমার ঝলক দেখা গেল

প্রথমবারের মতো কলকাতার কোনো সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস। সুবীর মণ্ডলের পরিচালনায় ‘আজকের শর্টকাট’ নামের সিনেমাটির গল্প লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

অনেক আগেই সম্পন্ন হয়েছে সিনেমাটির শুটিং।

প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।

এতে গিটার কাঁধে নিয়ে গ্রামের পথ ধরে হেঁটে যেতে দেখা যাচ্ছে নচিকেতাকে।

সিনেমাটির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা।

বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিন ভারতে চিকিৎসা করাতে যায়। তাদের নিয়েই এই সিনেমার গল্প। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ।

গানের দায়িত্বে ছিলেন কাহিনিকা নচিকেতা নিজেই। চলতি বছর সেপ্টেম্বরে‘আজকের শর্টকাট’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.