বাংলাদেশের সমুদ্র পরিসীমায় অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৯২ মায়ানমার জেলেকে ক্ষমা করে দিয়েছে বাংলাদেশ। খুব শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে।
এ বিষয়ে ঢাকার মায়ানমার দূতাবাসকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরেই মায়ানমারের এসব জেলেকে ক্ষমা করা হয়। এর আগে একইভাবে ২০১৫ সালের আগস্ট ও এ বছরের জুলাই মাসে ২২ বাংলাদেশিকে মুক্তি দেয় মিয়ানমারও।
গত ২৩ জুন আটক জেলেদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকাকে চিঠি দেয় মায়ানমার। ঢাকার মায়ানমার দূতাবাসের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়, জিপিএসের মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় অসাবধানতাবশত বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে।
২০১৫ সালের ডিসেম্বরে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে অবৈধ প্রবেশের অভিযোগে মায়ানমারের ৯২ জন জেলেকে আটকের পর কক্সবাজার জেলা কারাগারে পাঠানো পাঠায় আদালত।