সরকারের শেষ রক্ষা হবে না: টুকু

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে যতই বহিঃশক্তির ধরনা দিক এবার আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না।
জনগণ এবার রুখে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে। নিজেদের ভোটাধিকার, মানবাধিকার রক্ষায় এ সরকারের ‘আয়নাঘর’ ভেঙে চুরমার করে দেবে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পালানোর রাস্তাও খুঁজে পাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাজধানীর শাজাহানপুর থানা যুবদলের কর্মীসভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করে দেশকে নরকপুরীতে পরিণত করেছে সরকার।

একদিকে বিরোধী মত দমনে স্টিমরোলার চালানো হচ্ছে, অন্যদিকে লুটপাট করে দেশকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে। শুধু ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে ইজারা দেওয়ার চেষ্টা করছে।

এভাবে চলতে থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। যেটা দেশের যুবসমাজ কখনো মেনে নেবে না। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, সোজা আঙুলে ঘি ওঠেলে আঙুল বাঁকা করতে হবে। এ সরকারকে যতই ভালো কথা বলা হোক, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হোক তাতে তারা কর্ণপাত করছে না।

এবার তাই আওয়ামী লীগকে সঠিক রাস্তায় আনতে বিএনপিকে রাজপথের নামার প্রস্তুতি নিতে হবে। আন্দোলন হবে, সংগ্রাম হবে। অনেক রক্ত যাবে। কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্যসচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.