এইচএসসি পাসে চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
পদের সংখ্যা: ১০০

আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২৮ আগস্ট বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় তিন বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বেতন ও সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদন ফি: ৩৩৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.