মোবাইলে ডেবিট কার্ডের সুবিধা নিয়ে এলো ‘পে ৩৬৫’

মোবাইল ফোন দিয়েই এখন এটিএম ‍বুথ থেকে টাকা তোলা ও টাকার যেকোনো লেনদেনের সুবিধা নিয়ে এলো নতুন অ্যাপ ‘পে ৩৬৫’।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ওয়ালেট সুবিধার এ অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
অ্যাপটি নিয়ে এসেছে ডাটা সফট। এটি ব্যবহার করে ডেবিট কার্ডের মতো লেনদেন করা যাবে।

ব্যবহারের পদ্ধতি নিয়ে ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, যেকোনো স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল করার পর একটি কার্ড নম্বর দিয়ে একবার সাইন আপ করলেই পরবর্তীতে তা স্বংক্রিয়ভাবে চালু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.