ইউএস-বাংলা এয়ারলাইন্স সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি নিয়োগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : ২টি।
আবেদন যোগ্যতা : বিবিএ পাস। তবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিএ/সিসি কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এয়ারলাইন্স বা কোনো গ্রুপ অব কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩০০০০-৪০০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালায়েন্স ও দুপুরের খাবার, উৎসব ভাতা ও ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২২