শুভ-জলি’র ‘নিয়তি’ ১০৫ প্রেক্ষাগৃহে

1_4ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও নবাগত নায়িকা জলি অভিনীত ‘নিয়তি’ ছবিটি ১০৫টি প্রেক্ষাগৃহে আজ সারাদেশে মুক্তি পেয়েছে। এদিকে জাকির হোসেন রাজু পরিচালিত জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি গত ১০ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও বাংলাদেশে আজই।

ছবির প্রচারণা নিয়ে গেল ১০ দিন আরিফিন শুভ ও জলি ছিলেন ভীষণ ব্যস্ত। সব শুটিং বন্ধ করে দিন-রাত ছুটেছেন সব স্তরের প্রচার মাধ্যমে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে শুক্রবার রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে শুভ দর্শকের সঙ্গে ছবিটি দেখার চেষ্টা করবেন।

এছাড়া আরিফিন শুভ আজ রাতের ফ্লাইটে তিনি উড়াল দিচ্ছেন ব্যাংককে। সেখানে টানা তিনদিন জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’র গানের শুটিং শেষে দেশে ফিরবেন। ফিরেই ‘নিয়তি’র প্রচারণায় ঢাকার বাইরে ছুটবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.