ইসরায়েলি হামলায় বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি সিরিয়ার
সিরিয়ায় একটি বিমানবন্দরে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এএফপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।
প্ল্যানেট ল্যাবস পিবিসি-র তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, বিমানবন্দরের একমাত্র রানওয়ের পশ্চিম প্রান্তের কাছে একটি হামলার স্থানের চারপাশে যানবাহন জড়ো হয়েছে। যেখানে হামলায় এয়ারফিল্ডে আগুন লেগে গিয়েছিল।
হামলার কারণে রেডিও বা নেভিগেশন সরঞ্জামগুলো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো সিরিয়ারও বেসামরিক ও সামরিক মিলিত বিমানবন্দর রয়েছে। হামলার শিকার বিমানবন্দরটি এমনই একটি বিমানবন্দর।
এদিকে এ হামলার ঘটনার বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার ক্ষয়ক্ষতি গুরুতর। এতে রানওয়ে ও সরঞ্জামসহ ন্যাভিগেশন স্টেশনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র কোনও মন্তব্য করেননি।
২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধে বহু বার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির মিত্র বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে আসছে।