বিশ্বজুড়ে প্রায় ৮০০ বিমান বাতিল করেছে জার্মানির আন্তর্জাতিক বিমান সংস্থা লুফথানসা এয়ারলাইন্স।
ওই বিমান সংস্থার পাইলটদের একদিনের ধর্মঘটের জেরে বাতিল হয়েছে বিমানগুলি। যার জের সোজা এসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমান বাতিলের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে প্রায় ৭০০ যাত্রী এবং তাঁদের আত্মীয়রা মিলে বিমানবন্দরের টি-থ্রি টার্মিনালে বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে বৃহস্পতিবার রাত ১২.১৫ নাগাদ বিমানবন্দরের টার্মিনাল থ্রি-এর ১ নম্বর ডিপারচার গেটের সামনে প্রায় ১৫০ জন যাত্রী ভিড় জমান। যার জেরে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি থেকে লুফথানসা এয়ারলাইনসের দুটি বিমান, একটি ফ্র্যাঙ্কফুর্ট এবং অন্যটি মিউনিখ যাচ্ছিল, দুটিই ধর্মঘটের জেরে বাতিল করা হয়।
ফ্র্যাঙ্কফুর্টের বিমানে ৩০০জন এবং মিউনিখের বিমানে ৪০০ জন যাত্রীর যাওয়ার কথা ছিল। সকলকেই এদিন অপেক্ষা করতে হয় দিল্লি বিমানবন্দরে। জানা গিয়েছে বেতনজনিত কারণে একদিনের ধর্মঘট করেছিলেন লুফথানসা এয়ারলাইন্সের পাইলটরা।
দিল্লি বিমানবন্দরে অবরোধের জেরে এদিন বাড়াতে হয় নিরাপত্তাও। পাইলট ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে প্রায় ৫০০০ পাইলটের বেতন ৫.৫ শতাংশ করে বাড়াতে হবে সেই দাবিতে ধর্মঘট করেছেন পাইলটরা। কিন্ত মুদ্রাস্ফীতির জেরে সেই আলোচনা আর এগোনো সম্ভব হয়নি।
বর্তমানে লুফথানসার পাইলট এবং কো-পাইলটদের জন্য ১৮ মাসের একটি নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে আগের থেকে প্রায় ৯০০ ইউরো বেশি পাবেন তাঁরা। এই প্রস্তাবে রাজি হয়ে বিমান পরিষেবা স্বাভাবিকের দিকে এগোয় কিনা এখন সেটাই দেখার।