নতুন খবর দিলেন জয়া আহসান

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গন্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। গুনী এই অভিনেত্রী  দিলেন নতুন খবর।

‘জয়া আর শারমিন’ শিরোনামে এই সিনেমা পরিচালনা করেছেন পিপলু আর খান। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যদিকে শারমিন চরিত্রে দেখা যাবে মঞ্চের মেধাবী অভিনেত্রী মহসিনা আক্তারকে।

 

এ সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, অবশেষে, ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা। কিন্তু আশা রাখি, এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’’

সহশিল্পী মহসিনা প্রসঙ্গে জয়া বলেন, থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন এতে। ওর জন্য আমার শুভকামনা।

 

 

করোনা সংকটের সময়ে এ সিনেমার কাজ করেছেন জয়া। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’-এর ব্যানারে নির্মিত হয়েছে এটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.