কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক নাজির মিয়া বলেছেন, যুদ্ধাপরাধী পক্ষের শক্তি হওয়ায় বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কেউ অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চাইলে কৃষকলীগ তা প্রতিহত করবে।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কৃষকলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাজির মিয়া বিএনপির সরকার গঠন প্রসঙ্গে বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে তাদের সরকার প্রধান কে হবে ? মূলত নেতৃত্ব সংকটে থাকায় তারা ঘুরেই দাঁড়াতে পারবে না। বিএনপি কোনদিনও আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিতে আসবে না, টক্কর দিবেও না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণের ভোটে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মিলনায়তনে আয়োজিত সভায় জেলা কৃষকলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক দুলালসহ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতারা।