বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে যারা দেশের বাইরে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন- মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, আব্দুল করিম, শফিক চৌধুরী, মামুন, দেওয়ান মো. লিটন আজিজ, মো. হুমায়ূন, যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, আওয়ামী নবীণ লীগের সভাপতি ডা. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো. হুমায়ূন কবিরসহ শতাধিক আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন দলের নেতৃবৃন্দ।
এ ছাড়া মালয়েশিয়া ছাত্রলীগের মানববন্ধনে অংশগ্রহণ করেন, ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদার, মোফাজ্জল খান মাসুম, আনিসুর রহমান রিপন, ফয়সাল হোসাইন, তারিকুল আলম অভি, বদরুল ইসলাম, নির্ঝর, জিসান, আহসানুল হক তানভীর, রায়হানুল কবির খান, ফুয়াদ আল আমিন, সাইফুল আহমেদ, শাখাওয়াত হোসেন বকুল, সুজন আহমেদ, ইসতিয়াক হোসেন, রিমন চৌধুরী, তুষার, আলমসহ শতাধিক নেতৃবৃন্দ।