এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সঙ্গে বাড়ছে মৃত্যুও। একদিনে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে সারাদেশে এ বছর মোট ৩৭ জনের মৃত্যু হল। যাদের মধ্যে ১৬ জনই মারা গেছেন গত ১২দিনে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এ বছর এটাই ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের সবাই ঢাকার। তাদের দুজনের মৃত্যু হয়েছে ঢাকা শিশু হাসপাতালে। এ নিয়ে এ পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালেই মৃত্যু হয়েছে চার শিশুর।
এছাড়া গত একদিনে ইসলামী ব্যাংক হাসপাতালে একজন এবং ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৫ জন রোগী। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো তিনশর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
এর আগে রোববার বছরে প্রথমবারের মতো একদিনে ভর্তি রোগী তিনশ ছাড়ায়, সারাদেশে ভর্তি হয় ৩৬০ জন রোগী।
সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় তিন হাজার রোগী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ২২৮ জন ঢাকার। রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১১৭ জন রোগী।
ঢাকা মহানগরের বাইরে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫২ জন চট্টগ্রাম বিভাগের। তাদের ৩৭ জন চট্টগ্র্রাম শহর ও জেলার, ১৪ জন কক্সবাজার জেলার, একজন রোগী পাওয়া গেছে চাঁদপুর জেলায়।
এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১২ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৩ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন।
বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এ সময় এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি ৩ হাজার ৫২১ জন রোগী ভর্তি হয়েছেন অগাস্ট মাসে। এর আগে জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন ভর্তি হয়েছিলেন।
এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে গত ১২দিনে। এছাড়া অগাস্ট মাসে ১১ জন, জুলাই মাসে ৯ জন এবং জুন মাসে একজনের মৃত্যু হয়েছে।