টুইটার বন্ধ হয়ে যাওয়ার খবরটি স্রেফ গুজব

twitterlogoমাইক্রো ব্লগিং সাইট টুইটার ২০১৭ সাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এমন গুজব বৃহস্পতিবার থেকে শোনা যাচ্ছিল। কিন্তু রয়টার্সকে এক ই-মেইল বার্তায় টুইটারের একজন মুখপাত্র বলেন, টুইটার বন্ধ হয়ে যাচ্ছে এ ধরনের কথার কোনো সত্যতা নেই।

টুইটার কর্তৃপক্ষ এই গুজব উড়িয়ে দিয়েছে, বলেছে এই দাবির কোন সত্যতা নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাসট্যাগ সেভ টুইটার নামের একটি পোস্ট গত বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে। এক লাখেরও বেশি টুইটে ওই হ্যাসট্যাগের বিষয়টি উল্লেখ করা হয়। তবে গুজবটি কীভাবে টুইটারে ছড়াল তা জানা যায়নি এখনও।

এক ব্যবহারকারী অনলাইনে হয়রানির বিষয়ে কঠোর অবস্থান না নেওয়ায় টুইটার কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন এবং তার ওই পোস্ট থেকেই টুইটার বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.