রাষ্ট্রপতির কন্যাকে ফেসবুকে অশ্লীল মেসেজ, যুবকের পরিচয় প্রকাশ

rpঢাকা: ভারতের রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখার্জিকে ফেসবুকে অশ্লীল মেসেজ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পার্থ মণ্ডল নামে ওই যুবক তাঁকে নানা ধরনের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে খোদ শর্মিষ্ঠাই অভিযোগ তুলেছেন।

শনিবার (১৩ আগস্ট) অভিযুক্ত যুবকের প্রোফাইলের স্ক্রিনশট ও তার পাঠানো মেসেজের ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন প্রণবকন্যা। শর্মিষ্ঠা বিরোধী দল কংগ্রেসেরও নেত্রী।

তিনি তার পোস্টে অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই পার্থ মণ্ডল তাকে নানা ধরনের মেসেজ পাঠাচ্ছিলেন। প্রথম দিকে তাকে ব্লক করে পাত্তাই দেননি তিনি। কিন্তু পরে ভাবলেন, এভাবে তাকে ছেড়ে দিলে সে অন্য কারও সঙ্গে এমনটি করতে পারে। তাই ওই যুবকের পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত, যেন সমাজে তার মুখোশ খুলে যায়।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো মন্তব্য না মিললেও ভারতীয় সংবাদমাধ্যম বলছে, যুবককে আটকে তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.