সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখার চার মাস এক সপ্তাহ পর নিয়ম কিছুটা শিথিল করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ সোমবার নতুন এক পরিপত্রে বলেছে, বিদেশ ভ্রমণ এখনো বন্ধ। তবে সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যাবে। এ ক্ষেত্রে তাঁদের কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বিদেশ ভ্রমণের শর্ত শিথিল করেছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১২ মে থেকে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার ‘বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক পরিপত্র জারি করা হয়েছিল।
পরিপত্রে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে।
বিদেশি সরকার বা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণে বিদেশ ভ্রমণ করতে পারবেন সরকারি কর্মকর্তারা। এখন থেকে সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা ও পণ্যের গুণগত মান নিরীক্ষা পরিদর্শনের যাওয়ার সুযোগ মিলবে।