ঢাকা: সেনা বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার তাসলিম আহমেদ। এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।