মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ গ্রেফতার ২০

Malo-Arest20160814023828মানবপাচার এবং জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি ও দুই ইমিগ্রেশন কর্মকর্তাসহ ২০ জনকে গ্রেফতার মালয়েশিয়া পুলিশ।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির জালান গেনটিং ক্লাং এলাকা থেকে কুয়ালালামপুর জেলা পুলিশের ওপি কান্টাস খাসের বিশেষ আভিযানে পাসপোর্ট ভিসা জালিয়াত চক্রের সদস্য এক বাংলাদেশি নাগরিককে (২৫) গ্রেফতার করে।

দেশটির ওয়াংশা মাজুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রয় সুহায়মি শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জালান গেংটিং ক্লাংয়ের একটি আবাসিক হোটেল থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশকিছু জাল পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টারসহ অনেক সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে মালয়েশিয়ার জালান লোক ইয়োর একটি কলেজে স্টুডেন্ট ভিসায় অবস্থান করে বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের পর দেশটির পাসপোর্ট আইনের বিধি মোতাবেক তাকে রিমান্ডে নেয়া হয়েছে। তবে তার নাম জানাননি পুলিশ।

এদিকে, গত ১৩ মে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে কুয়ালালামপুর এয়ারপোর্টে মানবপাচার ও পাসপোর্ট জালিয়াত চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবপাচার ও পাসপোর্ট জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। এসব চক্রকে নিষ্ক্রিয় করতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.