বঙ্গবন্ধুকে নিয়ে অ্যাপ ‘বঙ্গবন্ধু’

app-pic20160815142657জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অ্যাপ তৈরি করেছে এমসিসি লিমিটেড। অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’।

অ্যাপ্লিকেশনটি তৈরির উদ্যোগ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। অাগামীকাল ১৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপটিতে লেখা, ছবি ও ভিডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন তুলে ধরা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাপটি অনুমোদনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে পাঠানো হয়েছে। ট্রাস্ট অনুমোদন দিলেই অ্যাপটি উদ্বোধন করা হবে।

অ্যাপ্লিকেশনটির মেন্যুতে থাকবে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ভাষণ, সাক্ষাত্কার, চিঠি, ছবির গ্যালারি এবং বঙ্গবন্ধু জাদুঘর। শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির পিডিএফ সংস্করণ, গুরুত্বপূর্ণ সব ভাষণ, ভিডিও, বঙ্গবন্ধুর হাতে লেখা অনেকগুলো চিঠি, ৬টি দুর্লভ সাক্ষাতকার, বঙ্গবন্ধুর কর্মময় এবং ব্যক্তিজীবনের ১১৩টি দুর্লভ ছবি পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.