বিশ্বের সবচেয়ে বড় দুই সংগীত উৎসবে ‘চিরকুট’ সুমি

বাংলাদেশের ব্যান্ড ‘চিরকুট’ ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে মঞ্চ শেয়ার ছাড়াও বেশ কটি আন্তর্জাতিক কনসার্টে অংশ নিয়েছে। এবার বিশ্বের সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স’ আসরে যোগ দিচ্ছেন দলটির প্রধান শারমিন সুলতানা সুমি।

জানা যায়, পর্তুগালের লিসবনে এই মিটিং শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) পর্তুগালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সুমি।

সুমি আরো জানান, ‘ওম্যাক্স ২২’ আসরের পর তিনি যোগ দেবেন নরওয়ের বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল’-এ। এটি ৩১ অক্টোবর শুরু হবে। আর শেষ হবে ৬ নভেম্বর।

দুটো আয়োজনে চিরকুটের হয়ে অংশ নিচ্ছেন সুমি। যেখানে ব্যান্ডের সঙ্গে তার পরিচিতি হিসেবে থাকছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকটিভিস্ট, গীতিকবি, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.