যুক্তরাষ্ট্রে বসেই রাশিয়ার তেল কেনার ঘোষণা দিলো পাকিস্তানের অর্থমন্ত্রী

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, তার দেশ ভারতের সমান দাম দিয়ে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে চায়। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বন্যাবিধ্বস্ত পাকিস্তানের জন্য আর্থিক সাহায্য জোগাড় করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।

আর আমেরিকায় বসেই তিনি রাশিয়া থেকে তেল কেনার কথা জানিয়েছেন। তবে তার একটাই শর্ত। ভারতকে যে দামে তেল দিচ্ছে রাশিয়া, তাদেরও সেই দামে তেল দিতে হবে।

এ সময় রাশিয়ার তেল কেনা নিয়ে পশ্চিমা দেশগুলোর কোনো আপত্তি নেই বলেও জানান পাকিস্তানের অর্থমন্ত্রী। মূলত ভয়াবহ বন্যার পর পাকিস্তানের অর্থনীতির হাল বেশ খারাপ। সেজন্য সস্তায় তেল কিনতে আগ্রহী পাকিস্তান। যদিও রাশিয়া এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

অর্থমন্ত্রী ইসহাক জানান, ‘আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ৫৮টা বৈঠক করেছি। আমেরিকা, সৌদি আরব এবং অন্য দেশের সঙ্গেও বৈঠক করেছি।’ পাকিস্তানের বন্যা নিয়ে একটা গোলটেবিল বৈঠক হয়েছিল। সেখানে ইউএনডিপি, এডিবি ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা বন্যা নিয়ে একটি যৌথ রিপোর্ট পেশ করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, ‘রিপোর্টে বলা হয়েছে, বন্যায় পাকিস্তানের তিন হাজার ২০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের জন্য এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার দরকার।’

অন্যদিকে রাশিয়া থেকে গমও কিনতে চায় পাকিস্তান। মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত শাফকত আলি খান বলেছেন, ‘আমরা গম কিনতে চাই। দুই পক্ষ এখন খুঁটিনাটি দিকগুলি নিয়ে আলোচনা করছে।’

রাশিয়ার সঙ্গে খাদ্যশস্য কেনা নিয়ে দীর্ঘমেয়াদী ব্যবস্থা চায় পাকিস্তান উল্লেখ করে পাক রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া আমাদের নতুন অংশীদার। আগে আমরা অনেকগুলি দেশ থেকে খাদ্যশস্য কিনতাম। এবার রাশিয়া থেকে কিনতে চাইছি।

উল্লেখ থাকে যে, কদিন আগেই লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যেসব দেশ বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.