প্রবাসী বাংলাদেশিদের বনভোজনে হিলারির পক্ষে প্রচার

NY-Badal-01প্রবাসী বাংলাদেশিদের দুটি দলের বার্ষিক বনভোজনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার আহ্বান এসেছে।

আসছে ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে হিলারির বিপক্ষে লড়ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বনভোজনগুলোতে অভিবাসী ও মুসলমানদের স্বার্থ রক্ষায় ট্রাম্পকে বর্জনেরও আহ্বান করা হয়।

রোববার নিউ জার্সির রিভারপার্কে ‘মতলব সোসাইটি’র বনভোজনে হিলারিকে ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ-আমেরিকা ডেমোক্রেটিক ফোরামের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল।

তিনি বলেন, ৮ নভেম্বরের নির্বাচনের অভিবাসীদের অধিকার অক্ষুণ্ন রাখতে ডেমোক্রেটিক দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

“ট্রাম্প জিতলে অভিবাসী আর মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হতে হবে। মুসলমান নাগরিকরা আর নিজ দেশ থেকে কোনো আত্মীয়-স্বজনকে যুক্তরাষ্ট্রে আনতে পারবেন না। এটা ঠেকাতে হিলারিকে ভোট দেওয়ার বিকল্প নেই।”

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

“আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে এদেশে মারপিট করে লাভ নেই। বাংলাদেশের স্বার্থ দেখতে চাইলে মার্কিন রাজনীতিতে আরও জোরালোভাবে জড়িত হতে হবে। তাহলেই সিনেটর-কংগ্রেসম্যানরা আমাদের গুরুত্ব দেবেন।”

এ বনভোজনে আরও বক্তব্য দেন সাবেক সচিব শফিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম মুকুল, মতলব সোসাইটির সভাপতি আলী আজম মিয়াঁজি, সেক্রেটারি আবুল হোসেন।

প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করায় মার্কিন অ্যাটর্নি পেরি ডি সিলভাকে সম্মাননা স্মারক দেওয়া হয় এ বনভোজনে।

একই দিনে জামালপুর জেলা সমিতির বার্ষিক বনভোজনেও হিলারিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

“নিজেদের অস্তিত্বের প্রশ্নেই হিলারিকে বিপুলভাবে জয়ী করতে হবে”, বলেন জামালপুর জেলা সমিতির সভাপতি অ্যা ডভোকেট মোর্শেদা জামান।

বনভোজনে কুইন্সের ওজনপার্কে বাংলাদেশি ইমামসহ দুজনকে গুলি করে হত্যার তীব্র নিন্দাও জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.