বকেয়া পরিশোধ না করায় সরকার মোবাইল অপারেটর সিটিসেলের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে তিনি বলেন, ‘আজই শুরু হচ্ছে এই প্রক্রিয়া।’
প্রসঙ্গত, সিটিসেলের কাছে টুজি রিনিউয়্যালের দ্বিতীয় ও তৃতীয় কিস্তি বাবদ ২২৯ কোটি টাকা, স্পেকট্রাম ফি (অক্টোবর-ডিসেম্বর/২০১৩, জানুয়ারি-মার্চ/২০১৪, এপ্রিল-জুন/২০১৪) বাবদ ৭ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩০৯ টাকা, রেভিনিউ শেয়ারিং (জানুয়ারি-মার্চ/২০১৪, এপ্রিল-জুন/২০১৪) বাবদ ৮ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৫৪৪ টাকা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল (নভেম্বর/২০১১-মার্চ-২০১৪) বাবদ ৫ কোটি ৯৩ লাখ ১৫ হাজার ৮৯১ টাকা অর্থাৎ সব মিলে ২৫২ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৭৪৪ টাকা পাওনা রয়েছে।
বিটিআরসি একজন শীর্ষ কর্মকর্তা জানান, পাওনা পরিশোধে সিটিসেলকে ৫-৬টি চিঠি দেয়া হয়েছে। তাদের বিষয়ে রেজুলেশনও হয়েছে ৬টি। বকেয়া পরিশোধের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে বারবার।
তবে কোনো সময়সীমার মধ্যেই বকেয়া পরিশোধ করতে পারেনি কোম্পানিটি। তাই সিটিসেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ছাড়া কোনো কমিশনের হাতে বিকল্প নেই বলে তিনি জানান।