উপকূলীয় এলাকায় বনায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

PID-bg20160816163940নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার্থে ‌উপকূলীয় এলাকায় বনায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন তিনি। উপকূলীয় এলাকায় পর্যাপ্ত বাঁধ নির্মাণ করে এসব স্থানে প্রচুর বৃক্ষ রোপন করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। যাতে করে কোনো নারী বেকার না থাকে। দরকারে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে।

সভায় ৮৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নগর ভিত্তিক প্রান্তিক নারী উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী নারীদের কর্মসংস্থানে আরও সুযোগ সৃষ্টি করতে বলেন।

প্রকল্পের আওতায় শহর এলাকার অসহায় ও দুস্থ ও বিত্তহীন নারীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উৎপাদনমুখী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হতে যাচ্ছে নতুন রেলরুট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ভারতের আগরতলার মধ্যে নতুন এ রেলরুট স্থাপন করা হবে। এরপর বিদ্যমান আগরতলা-কলকাতা রেলপথ ব্যবহার করেই বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত যাওয়া যাবে। আখাউড়া-আগরতলা রেল লিংকটির মাধ্যমে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।

ফলে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নতুন পথ উন্মোচিত হবে বলে মনে করে রেলপথ মন্ত্রণালয়। এ লক্ষ্যে ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটির মোট ব্যয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় অনুদানই থাকছে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকি ৫৭ কোটি ০৫ লাখ টাকা জিওবি থেকে মেটানো হবে। ২০১৬ জুলাই থেকে ২০১৮ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আখাউড়া-আগরতাল রেল রুটটি দ্রুত সময়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-ভারত উভয়ই লাভবান হবে। আমরা ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারবো।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ভবন ৭ তলা থেকে ১১ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে ৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকায় ‘ঢাকা শেরে বাংলা নগরে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মুস্তফা কামাল।

এছাড়া, ২৭২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় বৈঠকে।

অনুমোদিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে পোল্ডার নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ টাকা। ৯৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম জেলার বাপাউবো’র আওতায় উপকূলীয় অঞ্চলের পোল্ডার নং ৬১/১ (সীতাকুন্ড) ৬১/২ (মীরসরাই) ও ৭২ (সন্দ্বীপ) এর বিভিন্ন অবকাঠামোসমূহের ভাঙন প্রতিরোধ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য পুনর্বাসন প্রকল্পটিও অনুমোদন দেওয়া হয় একনেক সভায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.