হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ১৮ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময়ে আবু সাঈদ ও সামছুদ্দিন নামের দুই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গতকাল সকালে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ নম্বরের একটি ফ্লাইটে আসা সাঈদ ও সামছুদ্দিনের দেহ তল্লাশি করে ১৬১টি সোনার বার উদ্ধার করা হয়।