ঢাকায় ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল

1471419041বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধি দল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিন সদস্যের প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

নিরাপত্তা প্রতিনিধি দলে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা পরামর্শক রেজ ডিকসন, ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জন কার ও পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল। এই প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর অনেকাংশেই নির্ভর করবে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের বিষয়টি।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নিরাপত্তাদল। এরপর পাশাপাশি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করবেন তারা।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.