ইইউ-বাংলাদেশের হরিজন্টাল এভিয়েশন চুক্তি সই

euবিমান চলাচলে ‘হরিজন্টাল এভিয়েশন’ নামে একটি যৌথ চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর ছাড়াও বাংলাদেশের ফার্মাসেটিক্যালস, আইসিটি ও শিপিং সার্ভিসে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইইউ।
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ইইউ-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা’ সম্পর্কিত সাব-গ্র“পের ৬ষ্ঠ সভা শেষে এই চুক্তি সই এবং বিনিয়োগে আগ্রহের কথা জানানো হয়।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এবং ইইউ’র পক্ষে সংস্থাটির ১৪ সদস্যের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া ইউনিটের উপ প্রধান ডায়না অ্যাকনসিয়া। এ সময় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনও উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইইউ’র অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ চুক্তির ফলে ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিমান চলাচলের সংযোগ আরও বাড়বে। এতে উভয় দেশের বাণিজ্য আরও গতি পাবে বলে আশা করছি’। তিনি আরও বলেন, বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগে আগ্রহী ইইউ। এ লক্ষ্যে ইউরোপিয়ান জোটের দেশগুলোতে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক বাধা চিহ্নিতকরণ ও তা দূরীকরণে করণীয় নির্ধারণ এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে সভায় আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় বলেন, সভায় রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাক সেক্টর নিয়ে ইইউ’র সঙ্গে বাংলাদেশের সাসটেইনিবিলিটি কমপ্যাক্ট চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা, ইইউ-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ডাব্লিউটিও বালি কনফারেন্সে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয়, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও ট্রিপস চুক্তির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.