ইউক্রেনের আকাশে মালয়েশীয় বিমান এমএইচ১৭ ভূপাতিতের ঘটনার রায় ঘোষণা করা হয়েছে। প্রায় আট বছর পর বৃহস্পতিবার বহুল কাঙিক্ষত ওই রায় দেন নেদারল্যান্ডসের আদালত। রায়ে দুই রুশ ও রুশপন্থি এক ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদী খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।
২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার অভিযোগে রাশিয়ার সাথে যুক্ত তিনজনকে দণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের আদালত। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়েছে।
ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করার জন্য রাশিয়ার সাবেক গোয়েন্দা সদস্য ইগর গিরকিন ও সের্গেই ডুবিনস্কি এবং ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিড খারচেঙ্কোকে দোষী সাব্যস্ত করেছে হেগ ডিস্ট্রিক্ট কোর্ট। তিনজনকেই তাদের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছেন। চতুর্থ সন্দেহভাজন রাশিয়ার ওলেগ পুলাটভকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি হেনড্রিক স্টেইনহুইস বলেছেন, ‘আদালত প্রমাণিত অভিযোগগুলোকে এতোটাই গুরুতর বলে অভিহিত করেছে যে, শুধুমাত্র সর্বোচ্চ দণ্ডই এক্ষেত্রে উপযুক্ত হবে।’
এই তিনজন ব্যক্তি শীঘ্রই যে কোনো সময় তাদের সাজা ভোগ করবেন, কারণ তারা মুক্ত থাকবেন এমন সম্ভাবনা নেই। প্রসিকিউটর এবং সন্দেহভাজনদের আপিল করার জন্য দুই সপ্তাহ সময় আছে।
২০১৪ সালের ১৭ জুলাই আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করা বোয়িং ৭৭৭ বিমানটি ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে প্রবেশের পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা ২৯৮ জন যাত্রী ও ক্রু নিহত হয়। ওই সময় দোনেৎস্ক অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই চলছিল।
আদালত জানিয়েছে, বিচার চলাকালে প্রসিকিশন যেসব প্রমাণ হাজির করেছে তাতে দেখা গেছে রাশিয়ার তৈরি বুক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল এমএইচ১৭-কে।