যুদ্ধবিমানের পাহারায় কাতারে পৌঁছালো পোল্যান্ড দল

যুদ্ধবিমানের পাহারায় ফিফা বিশ্বকাপ ফুটবল খেলতে কাতার পৌঁছালো পোল্যান্ড দল। পোল্যান্ড দল বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে গেছে দু’টি এফ-১৬ ফাইটার জেট। আকাশে পোল্যান্ড দলের বিমান ও দু’টি এফ-১৬ ফাইটার জেটের চলতে থাকা দৃশ্য আবার ভিডিও করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করেছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

ঘটনাটা গত মঙ্গলবারের। ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন দুজন। পুরো ঘটানা আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল। হামলা কারা করেছে, সেটার নিশ্চয়তা মেলেনি যদিও। যদিও তাদের আঙুল ইউক্রেনিয়ান বিমান প্রতিরক্ষার দিকে। যদিও তারা হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। তার পরেও ওই ঘটনার প্রভাব পড়তে দেখা গেলো কাতার বিশ্বকাপে সফররত পোল্যান্ড ফুটবল দলের ওপর।

ট্ইুটারের ঐ ভিডিওতে ক্যাপশনে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে জাতীয় দলকে কাতারে পথে পোল্যান্ডের দক্ষিণ সীমান্ত পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমানের পাহারা দিয়ে নেয়া হচ্ছে।’

পোল্যান্ড এবার আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকোর সঙ্গে গ্রুপ ‘সি’ তে খেলবে। তাদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। তার চার দিন পর ২৬ নভেম্বর মুখোমুখি হবে সৌদি আরবের।

লেভানদোভস্কিদের গ্রুপ পর্বের শেষ খেলা ৩০ নভেম্বর। প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.