ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে পর্যবেক্ষক বসাল বাংলাদেশ ব্যাংক

সম্প্রতি ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে বিপুল পরিমাণ ঋণ বিতরণ করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ নিয়োগ দেয়া হয়।

এর মধ্যে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে। গতকাল থেকেই নতুন এ দুই পর্যবেক্ষকের মেয়াদ শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘দৃশ্যমান আর্থিক সূচকগুলোর দিক থেকে ইসলামী ব্যাংকের অবস্থান খুবই সুদৃঢ়। তবে ব্যাংকটির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও পর্যবেক্ষক দেয়া হয়েছে। এ নিয়ে দেশের নয়টি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া আছে। অন্য ব্যাংকগুলোর ক্ষেত্রে পর্যবেক্ষকরা যেসব দায়িত্ব পালন করেন, নতুন দুজনও সেই একই দায়িত্ব পালন করবেন। ‘

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.