মায়ের জন্য কাঁদলেন ন্যান্সি

Nancy-home-1মার্চ ০২, ২০১৫ : গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভিন্ন রকম গায়কীতে কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি গুণী কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এ উজ্জ্বল শিল্পীর সবচেয়ে বড় প্রেরণা ছিলেন মা জ্যোৎস্না হক। ২০১২ সালের ডিসেম্বর তিনি চলে গেছেন না ফেরার দেশে। ৩ মার্চ জ্যোৎস্না হকের জন্মদিন। এ দিনে কিছুতেই মন ভাল রাখতে পারেন না ন্যান্সি।

ন্যান্সি  সোমবার বলেন, ‘মা তো আমার জীবনের সব কিছুতেই জড়িয়ে আছেন। তাকে ছাড়া একদিনও আমি চলতে পারিনি। সেই আমার তাকে ছাড়াই চলতে হচ্ছে। আমার গানের বড় উৎসাহ ছিলেন মা।’

কথা বলতে বলতে কেঁদে ফেলেন ন্যান্সি। এ গুণী কণ্ঠশিল্পী আরও বলেন, ‘মা চাইতেন আমি অনেক বড় শিল্পী হই, মানুষের ভালোবাসা অর্জন করি। মায়ের স্বপ্ন আজ পূরণ হয়েছে। দেশজুড়ে মানুষ আমাকে চেনে, ভালোবাসে। কিন্তু মা আজ আমার পাশে নেই।’

ন্যান্সি জানান, মায়ের জন্মবার্ষিকীতে পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা ও নেত্রকোণায় মিলাদ অনুষ্ঠিত হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ন্যান্সি এ দিনের আয়োজন সম্পর্কে বলেন, ‘এখন আমি নেত্রকোণায় আছি। ইচ্ছে ছিল মঙ্গলবার মায়ের জন্মবার্ষিকীতে নেত্রকোণায় থাকব। কিন্তু আমাকে ঢাকায় যেতে হবে। ঢাকায় আমাদের বাসার পাশের মসজিদে মিলাদের আয়োজন করা হবে। এদিকে নেত্রকোণায় আমার আত্মীয়রা আছেন। এখানকার মসজিদেও মিলাদ আয়োজন করা হচ্ছে।’Nancy-iner-2

মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘মায়ের জন্যই আমি আজ আপনাদের ন্যান্সি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.