চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি সোনাসহ জসিম উদ্দীন নামে এক যাত্রী আটক হয়েছেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক জসিম শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

চট্টগ্রামের শুল্ক ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, যে সোনা পাওয়া গেছে, সেগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৬৪ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, ফ্লাইটটি অবতরণের পর জসিম উদ্দীনকে নজরদারি করা হয়। কাস্টমস চেকিং পার হওয়ার পর তার কাছে অবৈধ কোনো পণ্য আছে কি না জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা এয়ার ফ্রাইয়ার ভেঙে বিশেষ কায়দায় লুকানো ২০৯০ গ্রাম সোনা, দুটি সোনার বার, ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট দুই কেজি ৪২৩ গ্রাম সোনা ও কসমেটিকস জব্দ করা হয়।

 

চট্টগ্রামের শুল্ক ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা বশির আহমেদ জাগো নিউজকে জানান, জব্দ সোনা ও কসমেটিকস চট্টগ্রামের কাস্টম হাউজের গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া মামলা দিয়ে জসিমকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.