বিদেশ গমনেচ্ছু নারীশ্রমিকদের নিবন্ধন শুরু ৫ মার্চ

Foreign_workerঢাকা: বিদেশ গমনেচ্ছু নারীশ্রমিকদের নিবন্ধন শুরু হচ্ছে আগামী ৫ মার্চ থেকে। দেশব্যাপী চলবে এ নিবন্ধন প্রক্রিয়া।

দুইশ টাকা ফি-এর বিনিময়ে ইউনিয়ন ও পৌরসভা তথ্য সেবাকেন্দ্র এবং জেলা কর্মসংস্থান কার্যালয়গুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে।

নিবন্ধনকৃতদের মধ্য থেকে লটারির মাধ্যমে সৌদি আরবসহ বিভিন্ন দেশে তাদের পাঠানো হবে। প্রত্যেক জেলা অফিসে প্রকাশ্যে কম্পিউটারের মাধ্যমে এ লটারি অনুষ্ঠিত হবে।

সোমবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগে নিবন্ধন শুরু হবে। ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত ঢাকা বিভাগের বিদেশ গমনেচ্ছু নারীরা নাম নিবন্ধন করাতে পারবেন।

১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নিবন্ধন হবে রাজশাহী বিভাগে।

চট্টগ্রাম বিভাগের আগ্রহী নারীরা নিবন্ধন করাতে পারবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত। সবশেষে খুলনা বিভাগের নিবন্ধন হবে ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত।

হাউজকিপার, কেয়ারগিভার, বেবিসিটার, মালি, গার্ড, রাঁধুনী ও ড্রাইভারসহ নানা পদে নিবন্ধন করানো যাবে।

২৫ থেকে ৪৫ বছর বয়সী নারীরা বিদেশ যাওয়ার জন্য নিবন্ধন করাতে পারবেন। তবে গার্মেন্টস পেশায় পারদর্শীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.