এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক
সিভিল এভিয়েশনে আনন্দের বন্যা
সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী আব্দুল মালেককে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তার অবসরোত্তর ছুটি সুবিধা স্থগিত করে যোগদানের তারিখ থেকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক) এর প্রাক্তন প্রধান প্রকৌশলী মো: আব্দুল মালেককে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিস্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে উক্ত প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। রাস্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব রফিকুল ইসলাম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
আব্দুল মালেকের এই নিয়োগ পাওয়ার খবরে পুরো সিভিল এভিয়েশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা নেমে এসেছে। বৃহস্পতিবার নিয়োগের এই খবর প্রকাশের পরপর প্রকৌশলীরা মিস্টি বিতরণ করেন। কর্মচারীরা তার জন্য দোয়ার আয়োজন করেন এবং আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেন। আগামী রোববার তার যোগদানের কথা রয়েছে।
এমএম/১৯জানুয়ারী